আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ করেছেন। এই সময়টিকে বিশ্লেষকরা রাজনৈতিক ও অর্থনৈতিক গোলযোগের সময় আখ্যায়িত করেছেন। তবে সম্প্রতি ১০০ দিন পূর্তির মাহেন্দ্রক্ষণে আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রথমবার আমাকে দুটি কাজ করতে হয়েছিল; দেশ পরিচালনা করা ও টিকে থাকা। আমার চারপাশে তখন অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল।
ট্রাম্প গর্বের সঙ্গে বলেন, দ্বিতীয় মেয়াদে আমি দেশ (আমেরিকা) চালাই, পৃথিবীও চালাই।’ এতে অনেক মজা পাচ্ছেন বলেও জানান তিনি।
সোমবার পূর্বসূরি জো বাইডেনের অর্থনৈতিক নীতিমালার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, তিনি আমেরিকার সুদিন ফিরিয়ে আনবেন। ট্রাম্প বলেন, ‘ঘুমকাতুরে জো বাইডেনের আমলে আমেরিকা এক দিনের আন্তর্জাতিক বাণিজ্যে কয়েক বিলিয়ন ডলার হারিয়েছিল। আমি সেই স্রোতের গতি পরিবর্তন করেছি এবং খুব শিগগির আমরা অনেক বিত্তশালী হতে পারব।’
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের চারপাশে এখন তার প্রতি বিশ্বস্ত মানুষরাই ঘুরপাক খাচ্ছেন। গত ২০ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি শুল্ক, অভিবাসন, পররাষ্ট্র নীতি ও রাজনৈতিক প্রতিশোধের অপ্রতিরোধ্য খেলায় মেতেছেন।
মেয়াদের প্রথম ১০০ দিন শেষে জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের ভোটারদের অনেকেই এখনো তার ওপরই ভরসা রাখছে। এ বিষয়টিও তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
দ্বিতীয় মেয়াদের ১০০ দিন অতিক্রম উদযাপনের জন্য দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগান সফর করছেন ট্রাম্প। অতীতে বহুবার মিশিগান ডেমোক্র্যাটদের দখলে থাকলেও গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছে সেখানকার বাসিন্দারা।