মঙ্গলবার

,

২৯শে এপ্রিল, ২০২৫

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। এই নিয়ে ২৪তমবারের মত ডিপিএলের শিরোপা জিতল আবাহনী।

১৬ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে শিরোপা জিতল আবাহনী। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হল মোহামেডান। আগের আসরেও দ্বিতীয় হয়েছিল মোহামেডান। ২০০৯-২০১০ মৌসুমের পর থেকে আর ডিপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান।

সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী।

ব্যাট হাতে মোহামেডানকে ৪৯ বলে ৪৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান। ১৬ রান করে আউট হন তৌফিক। ৪৫ রানে আউট হন ভারপ্রাপ্ত অধিনায়ক রনি।

তিন নম্বরে নেমে আনিসুল ইসলাম ইমন ১৪ ও ফরহাদ হোসেন ৪২ রানে আউট হন। দলীয় ১২৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। তবে পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়ে মোহামেডানকে ভালো অবস্থায় নিয়ে যান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম।

৪টি চার ও ১টি ছক্কায় ৬২ বলে ৫০ রানে আউট হন মাহমুদুল্লাহ। শেষ দিকে হাফ-সেঞ্চুরি করে আউট হন আরিফুল। ৫৭ বলে ৫০ রানের কল্যাণে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানের পুঁজি পায় মোহামেডান। মৃত্যুঞ্জয় চৌধুরি ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ২৪১ রানের টার্গেটে উপরের সারির তিন ব্যাটার ব্যর্থ হলে আবাহনীর রানের চাকায় গতি আনে জিশান আলম। তার হাফ-সেঞ্চুরিতে দলীয় রান ১শ স্পর্শ করলেও, ৪ উইকেট হারাতে হয় আবাহনীকে। ৫৩ বলে ৫৫ রান করেন জিশান।

১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে গিয়ে মোহামেডান বোলারদের উপর চড়াও হন মোসাদ্দেক। তাকে সঙ্গ দিয়েছেন মিঠুন। দু’জনের দারুণ ছন্দময় ব্যাটিংয়ে ধীরে ধীরে আবাহনীর জয়ের পথ তৈরি হয়।

শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে ১২২ বলে ১৩৫ রানের জুটিতে ৫৬ বল বাকি থাকতে জয় পায় আবাহনী। ৬টি চার ও ২টি ছক্কায় মিঠুন ৭৯ বলে অপরাজিত ৬৬ এবং ৬ চার ও ৫ ছক্কায় ৬৫ বলে অনবদ্য ৭৮ রান করেন মোসাদ্দেক। মোহামেডানের স্পিনার নাসুম আহমেদ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর :

মোহামেডান : ২৪০/৭, ৫০ ওভার (মাহমুদুল্লাহ ৫০, আরিফুল ৫০, মোসাদ্দেক ২/৩৯, মুত্যুঞ্জয় ২/৪৬)।

আবাহনী : ২৪৩/৪, ৪০.৪ ওভার (মোসাদ্দেক ৭৮*, মিঠুন ৬৬*, নাসুম ২/৫৯)।

ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী।