ঢাকার ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগের মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন মঞ্জুর করেন। ধানমন্ডি থানার এসআই আবুল বাশার জানান, নারী বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
মেঘনার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, জামিননামা জমা দেওয়া হয়েছে। তার কারামুক্তিতে কোনো বাধা নেই। আশা করছি, সোমবার না হলেও মঙ্গলবার কারামুক্ত হবেন মেঘনা।
গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছিল মডেল মেঘনা আলমকে। এরপর তার সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়।
এর আগে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আটক করা হয় মেঘনা আলমকে। আটকের আগে ফেসবুকে লাইভ করেন মেঘনা আলম। সেখানে তিনি অভিযোগ করেন, বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। যদিও এর আগেই ফেসবুকে তা ছড়িয়ে পড়ে।
বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে পরদিন ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়।