রবিবার

,

২৭শে এপ্রিল, ২০২৫

এ সপ্তাহেই দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা-লন্ডনের নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ আশঙ্কামুক্ত নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী ৩০ এপ্রিল, বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে ফিরছেন দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মির্জা ফখরুলের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার লন্ডন ও দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে খালেদা জিয়ার দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে আনা হবে।

৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। ৮ জানুয়ারি সেখানে পৌঁছালে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ তাকে ভর্তি করা হয়। টানা ১৭ দিন নানা পরীক্ষা-নিরীক্ষার পর ২৪ জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।