বাংলাদেশের প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীতপরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের ‘সব নিয়া নে’ গানটি নতুন করে গেয়েছেন অদিত রহমান ও শামীম হাসান। শ্রোতারাও বেশ পছন্দ করছেন গানটির নতুন এ আয়োজন।
অদিত বলেন, ‘গানটি আমার খুব পছন্দের। মনে হলো, এবার কাভার করি। প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের একটা রঙিন অধ্যায়। তাঁর করা গানটি আমরা নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছি।
শুক্রবার অদিত রহমানের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। এতে নৃত্য পরিবেশনা ও পরিচালনা করেছেন শ্রেষ্ঠা সরকার।