শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

জানুয়ারি-মার্চে প্রচারিত ৮৩৭টি ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০২৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৮৩৭টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় এই হার প্রায় ২১ শতাংশ বেশি। শনিবার গণমাধ্যমে পাঠানো রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয়, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন ইস্যুতে ভুল তথ্য প্রচারের হার বেড়ে যাওয়ায় এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম তিন মাসে ৬৫৪টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছিল।

ফ্যাক্ট চেক অনুসন্ধান টিম জানায়, একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এর মধ্যে ৮০ শতাংশই তার পক্ষে গিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে-ভুয়া তথ্যের আঁতুড়ঘর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলতি বছরের প্রথম তিন মাসে ৭৪৮টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। ফেসবুকের পর একক প্লাটফর্ম হিসেবে বেশি ভুল তথ্য ছড়িয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (১৬২টি)। এছাড়া, ইউটিউবে ১২৪টি এবং টিকটক ও ইন্সটাগ্রামে ৬৭টি করে ভুল তথ্য ছড়িয়েছে। দেশের গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারিত হয়েছে। গত তিন মাসে ভুল তথ্য, ছবি এবং ভিডিও সম্বলিত ভুল তথ্য শনাক্ত করা হয়েছে ৪২টি। এছাড়া, গত তিন মাসে ভারতীয় গণমাধ্যমে অন্তত ২০টি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রিউমার স্ক্যানারে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই সময়ে পুরোপুরি মিথ্যা বা ভুয়া ঘটনা সম্বলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে ৫০৭টি। এছাড়া, বিভ্রান্তিকর রেটিং দেয়া হয়েছে ২২৬টি। বিকৃত রেটিং পেয়েছে ১০২টি। এছাড়া, সার্কাজম বা কৌতুক হিসেবে হাস্যরসাত্মক ঘটনাকে বাস্তব দাবির প্রেক্ষিতে ফ্যাক্ট চেক করা হয়েছে দুইটি। এসব ভুল তথ্য শনাক্তের ক্ষেত্রে তথ্য যাচাই করা হয়েছে ৩৩৩টি, ছবি যাচাই করা হয়েছে ১৬৩টি এবং ভিডিও যাচাই করা হয়েছে ৩৪১টি।

ভুয়া তথ্যের ক্ষেত্র বিষয়ে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই ভুল তথ্যের হার বেড়েছে যথাক্রমে ৪৭ ও ৪৪ শতাংশ।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ ৪২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। বাহিনীটির বর্তমান প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে ১১টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কিত ২০টি ঘটনায় ভারতের ২৩টি সংবাদমাধ্যমে ৩৮টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।