শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় রোমে সমাহিত পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসকে তার প্রিয় গির্জা রোমের সেইন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকার ভেতরে সমাধিস্থ করা হয়েছে। এর আগে সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার ভ্যাটিকান এ তথ্য জানিয়েছে।

পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন।

অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের কফিনের সামনে নীরবতা পালন করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সাথে দুই ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরুর আগে এবং পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রোম থেকে এএফপি জানায়, সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা ফ্রান্সিসকে ইতালির রাজধানী রোমে অবস্থিত এই গির্জায় শনিবার স্থানীয় সময় দুপুর ১টা (গ্রিনিচ মান সময় ১১০০) থেকে শুরু হওয়া ৩০ মিনিটব্যাপী এক অনুষ্ঠানে সমাহিত করা হয়।

ফ্রান্সিসের জীবদ্দশায় ব্যবহৃত পেক্টোরাল ক্রসের একটি প্রতিকৃতি তার সমাধির ওপরে ঝুলিয়ে রাখা হয়েছে।

পোপ ফ্রান্সিস তার ইচ্ছাপত্রে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে, তিনি যেন সান্তা মারিয়া মেজোরে গির্জার পাশের কক্ষে, সেন্ট ফ্রান্সিসের বেদির কাছে, একেবারে সাধারণ এবং অলঙ্করণহীন সমাধিতে সমাহিত হন— যা তার পোপত্বের বিনয়ী ভাবমূর্তির প্রতিফলন।

সমাধির ফলকে কেবল রোমান হরফে তার লাতিন নাম ‘ফ্রান্সিসকাস’- খোদাই করা হয়েছে।

সমাধির মার্বেল পাথর সংগ্রহ করা হয়েছে ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লিগুরিয়া এলাকা থেকে, যেখান থেকে ফ্রান্সিসের আর্জেন্টাইন বংশের পূর্বপুরুষরা এসেছিলেন।

জর্জ বেরগোলিও নামে জন্ম নেওয়া ফ্রান্সিস ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে তার এ সমাধিস্থলের ইচ্ছা প্রকাশ করেছিলেন।