সন্তান জন্মদানের জন্য পর্যটন ভিসার ব্যবহারের প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, যেসব বিদেশি নাগরিক শুধু সন্তানের আমেরিকান নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যটন ভিসা ব্যবহার করতে চাইবেন, তাদের ভিসা আবেদন বাতিল করা হবে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনও ভিসা আবেদনকারী যদি শুধু সন্তানের আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যটন ভিসা ব্যবহার করতে চান, তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে। এটি বার্থ টুরিজম (জন্ম পর্যটন) নামে পরিচিত এবং আমাদের কনস্যুলার অফিসাররা এই ধরনের সব আবেদনই নামঞ্জুর করবেন।
যারা বার্থ টুরিজমের মাধ্যমে আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করে তারা ভবিষ্যতে ভিসা বা আমেরিকা ভ্রমণের জন্য অযোগ্য হতে পারে। পররাষ্ট্র দপ্তর এর মাধ্যমে আমেরিকান করদাতা এবং সম্প্রদায়ের সেবা এবং সুরক্ষা দিচ্ছে।
অনেক দেশ জন্মের পর সেদেশের নাগরিকত্ব দেয় এবং নবজাতকের নাগরিকত্বের স্বার্থে অনেক মায়ের সন্তান জন্মদানের জন্য আমেরিকা ছিল পছন্দের স্থানগুলির মধ্যে একটি।
ট্রাম্প প্রশাসন অভিবাসন রোধ করার লক্ষ্যে একাধিক আইন প্রণয়নের মধ্যে এই ঘোষণাটি এসেছে। নতুন এ পদক্ষেপের অর্থ হল যে আমেরিকা আর গর্ভবতী নারীকে সন্তান জন্ম দেওয়ার জন্য দেশে আগমনকে স্বাগত জানাবে না।