শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

উপদেষ্টা আসিফ মাহমুদ ভর্তি পরীক্ষা দিলেন নর্থ সাউথে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন পরিচালিত এ প্রোগ্রামের সামার সেশনের (২০২৫) পরীক্ষায় অংশ নেন।

 

এদিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) ফেসবুক পেজে আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি পোস্ট করা হলে সেটি ভাইরাল হয়, যা নিয়ে নেটিজেনরা ইতিবাচক সাড়া দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) প্রোগ্রামটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম, যা নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুত করা হয়েছে।

এই প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও সুশাসন বিষয়ক সমন্বিত জ্ঞান প্রদান করা হয়। এর আওতায় সরকারি নীতিনির্ধারণ ও বিশ্লেষণ, শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান বিষয়ক পাঠ, গবেষণা পদ্ধতি, নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৭–১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন আসিফ মাহমুদ। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছেন। ছাত্রজীবনের শুরু থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন আসিফ মাহমুদ।