শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন ৯০ জন। এ বছরের সবচেয়ে বড় এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘ভ্লাদিমির, থামো!’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার দিবাগত রাতে সংঘটিত এই হামলায় বহু ভবন ধ্বংস হয়েছে, আগুন লাগে। ১২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করছিলেন উদ্ধারকারীরা।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৪৫টি ড্রোন ও ৭০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যার মধ্যে ১১টি ছিল ব্যালিস্টিক মিসাইল। এসবের মধ্যে ১১২টি ভূপাতিত করা হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, কিয়েভে রাশিয়ার হামলা আমি পছন্দ করি না। এটা অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে হয়েছে। ভ্লাদিমির, থামো! সপ্তাহে ৫ হাজার সেনা মারা যাচ্ছে। শান্তি চুক্তি শেষ করি!

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে। কিয়েভে ১৩টি স্থানে উদ্ধারকারী দল কাজ করছে। ৪০টি স্থানে আগুন লেগেছে।

এদিকে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিগগিরই অগ্রগতি না হলে তারা শান্তি প্রচেষ্টা বন্ধ করে দেবে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার আগে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না। ‘এই নিয়ে কিছু বলার নেই। ক্রাইমিয়া আমাদের জমি, ইউক্রেনীয় জনগণের জমি,’ বলেন তিনি।