রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পর ‘একটি সূতার জবানবন্দী’ সব দর্শকের জন্য উন্মুক্ত হলো। ২৪ এপ্রিল ওটিটি প্লাটফর্ম চরকিতে এটি মুক্তি পেয়েছে। এখন বিনা খরচে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ চরকি অ্যাপ ইনস্টল করে দর্শকরা এটি দেখতে পারবেন।
দেশের ইতিহাসে ২৪ এপ্রিল দিনটি রয়েছে কালো অধ্যায় হয়ে। ২০১৩ সালের এই দিনে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে সেখানে থাকা গার্মেন্টসের ১ হাজার ১৩৬ জন শ্রমিক প্রাণ হারান। পাশাপাশি আহত হন দুই হাজারেরও বেশি মানুষ।
ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। ২০১৫ সালে নির্মাণ করেন ‘একটি সূতার জবানবন্দী (টেস্টিমনি অব আ থ্রেড)’ নামের চলচ্চিত্র।
অবশেষে ‘একটি সূতার জবানবন্দী’ উন্মুক্ত হলো সব দর্শকদের জন্য।
সাইমন বলেন, আমাদের প্রচলিত চলচ্চিত্র চর্চার সঙ্গে এই সিনেমাগুলার কোনো দেনা-পাওনা নাই। তার ওপর এতদিন সময়টা একদম অন্যরকম ছিল, ‘দায় আর দরদ’-এর কোনো জায়গা ছিল না আমাদের সংস্কৃতি কারখানায়। এখন বরং পরিস্থিতিটা একরকম উল্টোদিকে যাচ্ছে, অনেকদিন পরে মানুষ একসঙ্গে পুরনো বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুন করে রাস্তা খুঁজছে। তাই ‘একটি সূতার জবানবন্দী’ ক্ষেত্রে প্রশ্নগুলা এখন খুবই প্রাসঙ্গিক, তর্কগুলা জারি রাখাও জরুরি।