দীর্ঘদিন ফ্রিজ পরিষ্কার না করলে দুর্গন্ধ তৈরি হয়। ফ্রিজের যত্ন না নিলে খাবারের তরতাজা ভাবও নষ্ট হয়ে যায়। এজন্য নিয়ম করে ফ্রিজ পরিষ্কার রাখা প্রয়োজন। জেনে নিন ফ্রিজ পরিষ্কারের কিছু টিপস
ফ্রিজ পরিষ্কার করার আগে শুরুতে ফ্রিজের সুইচ বন্ধ করে নিন। ফ্রিজের পাওয়ার লাইনটি খুলে রাখুন কিছুক্ষণ (পরিষ্কারের সময়)। এই সময়ে ফ্রিজ থেকে সব খাবার, বোতল বের করে নিন, বেশি পুরনো খাবার ফেলে দিন। এরপর জমে থাকা বরফ সরানোর কাজে হাত দিন। ফ্রিজে বরফ জমানোর ট্রেগুলোও সরিয়ে ফেলুন।
ফ্রিজের গায়ে লেগে থাকা বেশি বরফ খুলে ফেলার ব্যবস্থা করুন। ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন। বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিলে সব ময়লা উঠে আসবে।
গরম পানিতে ভিনেগার মিশিয়ে একটি স্পঞ্জ দিয়ে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে ফেলুন। ফ্রিজের ড্রয়ার আলাদাভাবে খুলে নিয়ে পানিতে ভিজিয়ে পরিষ্কার করুন। ফ্রিজের দরজা ও বাইরেরটাও পরিষ্কার করতে ভুলবেন না।
ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে কিছুক্ষণ বেকিং সোডা লাগিয়ে রেখে ভেজা কাপড় দিয়ে মুছে নিলে গন্ধ চলে যাবে।
পরিষ্কার করা শেষে নরম একটি কাপড় দিয়ে ফ্রিজটি ভালোভাবে মুছে নিন। কোথাও যেন ভেজা না থাকে। মোছার পর ফ্রিজের পাল্লা ঘণ্টাখানেক খোলা রাখুন। দুর্গন্ধ থাকলে দূর হয়ে যাবে।