শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

ইউটিউবে আসছে নাজুর ‘স্বপ্নের তানপুরা’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করার প্রবল ইচ্ছা এখনো বহন করে বেড়াচ্ছেন গায়িকা নাজু আখন্দ। স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকার জ্যামাইকাতে। গত দুই বছরে বিভিন্ন স্টেটে প্রায় ১০০ স্টেজ শোয়ে পারফর্ম করেছেন তিনি।

শিগগিরই নাজুর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে, তার স্বপ্নের গান ‘স্বপ্নের তানপুরা’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর করেছেন এহসান রাহী। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে বলে জানালেন নাজু।

নতুন মৌলিক গান প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০১ সাল থেকে আমি সিনেমায় গান করছি। দুই শতাধিক গান গেয়েছি সিনেমায়। আমার আধুনিক গানের অ্যালবামও আছে। অনেক প্রকাশিত মৌলিক গান আছে। কিন্তু আমার সব গানকে ছাড়িয়ে গেছে স্বপ্নের তানপুরা গানটি। গানটির কথার গভীরতা ও সুরের মূর্ছনা শ্রোতা-দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। এ পর্যন্ত যত গান আমি গেয়েছি, আমার কাছে এ গান সেরা গান হিসেবেই বিবেচিত হচ্ছে। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

নাজু আরো জানান, চলতি বছরই দেশে আসার ইচ্ছে রয়েছে তার।

নাজুর প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘কাচা হলুদের রং’ প্রকাশ হয় ২০০২ সালে। এরপর ২০০৯ সালে প্রকাশ পায় ‘স্বপ্ন কন্যা’ অ্যালবাম। ‘মায়ের সম্মান’ সিনেমায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ৬৮টি সিনেমায় প্লে-ব্যাক করার সুযোগ পেয়েছিলেন নাজু আখন্দ।