শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

আমেরিকা থেকে ঢাকায় ফিরলেন বাংলাদেশি অবৈধ অভিবাসীরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে দেশটিতে বসবাসরত বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচজন বাংলাদেশিকে নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের প্রথম ফ্লাইট।

শনিবার দুপুর ১২টায় অভিবাসী বাংলাদেশিদের বহন করা প্রথম ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কূটনৈতিক বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে আমেরিকা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৫ জন বাংলাদেশি অবৈধ নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পাঠায় দেশটি। গ্রিফন এয়ার মূলত আমেরিকার সামরিক বাহিনীর জন্য চার্টার পরিসেবা প্রদানকারী একটি আমেরিকান বিমান সংস্থা।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কুমিল্লার একজন, নোয়াখালীর দুইজন, চট্টগ্রামের একজন এবং সিলেটের একজন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছিলেন।

কূটনৈতিক একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আমেরিকায় বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের ৪০০-৫০০ নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে দেশটির সরকার চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরতে হতে পারে।