বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গ্রুপ পর্ব শেষে মাঠে গড়িয়েছে সুপার লিগের খেলা। বৃহস্পতিবার সুপার লিগের তিন ম্যাচই বৃষ্টিতে বাধা পড়ে।
বৃষ্টিবিঘ্নিত দিনে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী জিতলেও হোঁচট খেয়েছে সাদা-কালোরা। লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে পিছিয়ে পড়েছে তারা। অন্য ম্যাচে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
মাহমুদ উল্লাহ-রনি তালুকদাররা সুবিধা করতে না পারায় এক শ ছুঁতে ৭ উইকেট হারায় মোহামেডান। এরপর দলীয় ১১৭ রানের সময় বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলেও ব্যাটিংয়ে নামা হয়নি তাদের। বৃষ্টি আইনে ২২ ওভারে ৯৩ রানের লক্ষ্য দাঁড়ায় রূপগঞ্জের সামনে। সাইফ হাসানের ফিফটি (৫৫*) ও সৌম্য সরকারের ৩৬ রানের অপরাজিত ইনিংস ৯ উইকেটের জয় এনে দেয় রূপগঞ্জকে।
এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংককে ৪ উইকেটে হারায় আবাহনী। অগ্রণী ব্যাংক ২৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রানে ব্যাট করার সময় বৃষ্টি শুরু হয়।
এরপর ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি দলটির। এতে বৃষ্টি আইনে আবাহনীর জয়ের জন্য ২২ ওভারে প্রয়োজন হয় ১৫৭ রান। ৪ উইকেট ও ১৬ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাশের মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে নবাগত গুলশান। এই ম্যাচে ৩ উইকেটে ১১০ রান করে গাজী। এরপর বৃষ্টিতে বাধা পড়ে
২২ ওভারে ১৬২ রানের লক্ষ্য পায় গুলশান। ৭ উইকেট হারালেও ২ বল আগে জয় তুলে নেয় দলটি।