৫০ বছর পূর্তি উপলক্ষে টানা দুই বছর কনসার্ট করছে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। এরই মধ্যে দেশে-বিদেশ বেশ কয়েকটি কনসার্ট করেছে ব্যান্ডটি। এবার জন্মশহরে কনসার্ট করবে সোলস।
আগামী ২ মে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত হবে এই স্মরণীয় সংগীতসন্ধ্যা, যার শিরোনাম ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’। এতে গাইবেন চট্টগ্রামের সন্তান পার্থ বড়ুয়া।
১৯৭৩ সালে চট্টগ্রাম শহরে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু দলটির।
বুধবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই এক্সক্লুসিভ শোর ঘোষণা দেয় এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। যেখানে উপস্থিত ছিলেন আয়োজক, স্পন্সর ও ব্যান্ড সদস্যরা।
এ সময় অনলাইনে যুক্ত হয়ে সোলসের জনপ্রিয় লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘আরা চিটাংগা, সোলস আঁরার, অনরা বেগ্গুন চলি আইয়ুন আঁরার কনসার্ডত।’ আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘সোলস কেবল একটি ব্যান্ড নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম সংগীতপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণার নাম।’
এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ বলেন, ‘এটি শুধুই একটি বছরপূর্তির কনসার্ট নয়, এটি হচ্ছে এক ঐতিহাসিক সংগীতযাত্রার শ্রদ্ধাঞ্জলি। সেদিন রাতটা হবে সুর, স্মৃতি ও আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া।’
সোলস ব্যান্ডের মারুফ হাসান রিয়েল বলেন, ‘যারা সোলস-এর গান শুনে বড় হয়েছেন এবং যারা এখনো আবিষ্কার করছেন সেই জাদুকরী সুর, এই সন্ধ্যা উৎসর্গ করছি তাদের সবাইকে। এটি কেবল কনসার্ট নয়, চট্টগ্রামের সংস্কৃতি এবং দেশের সংগীত ঐতিহ্যের গর্বিত এক উদ্যাপন।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টে ভক্তরা উপভোগ করবে ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।
এই এক্সক্লুসিভ শোর টিকিট বিক্রি শুরু হয়েছে ১৭ এপ্রিল থেকে এবং অনলাইনে পাওয়া যাবে মাস্টারকার্ড-এর সাইটে।