পাকিস্তান সরকার দুই সপ্তাহে প্রায় ৬০ হাজার আফগান শরণার্থীকে তাঁদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানিয়েছে।
আইওএম এক বিবৃতিতে বলেছে, ‘২০২৫ সালের ১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পাকিস্তানে জোরপূর্বক প্রত্যাবাসনের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ তোরখাম এবং স্পিন বোলদাক সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফিরেছেন।’
আফগানিস্তানে অভিবাসী পাঠানোর অভিযান জোরদার করেছে পাকিস্তান। গত মার্চে আফগান নাগরিক কার্ড রয়েছে এমন আট লাখ মানুষকে এপ্রিলের শুরুর দিকের মধ্যে পাকিস্তান ছাড়তে সময়সীমা বেঁধে দেয়। পাকিস্তানজুড়ে হামলা বেড়ে যাওয়ার মধ্যে এই আফগানদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় ইসলামাবাদ।
২০২৩ সাল থেকে ধাপে ধাপে পাকিস্তান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসকারী আফগান নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। আইওএম প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত ৮ লাখ ৬১ হাজার ৭৬৩ জন আফগান দেশে ফিরে যান।