শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

রাশিয়ায় পুতিনের সাথে ট্রাম্পের দূত উইটকফের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এমন সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন, যখন ট্রাম্প যুদ্ধবিরতি এগিয়ে নিতে মস্কোর প্রতি বারবার আহবান জানিয়ে আসছেন।

ক্রেমলিন বলেছে, চার ঘণ্টারও বেশি সময় বৈঠকটি চলেছে এবং ইউক্রেন সংকটের মীমাংসা নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে চলতি বছর পুতিনের সঙ্গে তৃতীয়বারের মতো আলাপ করলেন উইটকফ।

এই আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ।

সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির আলোচনার অচলাবস্থা নিয়ে পুতিনের প্রতি হতাশা ব্যক্ত করেছেন ট্রাম্প। শুক্রবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রাশিয়াকে এগিয়ে যেতে হবে। অনেক লোক মারা যাচ্ছে। একটি ভয়াবহ ও অর্থহীন যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।’

এর আগে সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আমেরিকা কিছুটা অগ্রগতি দেখালেও রাশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করায় আলোচনা বন্ধ হয়ে যায়।

তবে সাম্প্রতিক একটি বিষয় খানিকটা ইতিবাচক বার্তা দিয়েছে—চলতি সপ্তাহে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বন্দি বিনিময় হয়েছে।