শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

বিএসপিএ’র বর্ষসেরার পুরস্কার পেলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার এবং বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয়েছে স্বীকৃতি।

তিন ফরম্যাট মিলিয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখান মিরাজ—রান করেছেন এক হাজারের বেশি, উইকেট নিয়েছেন ৪০টি। বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে দেওয়া হয় ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ স্বীকৃতি।

ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে স্পোর্টস পারসন অব দা ইয়ারের পুরস্কার জিতেছেন মিরাজ।

প্রতি বছর এই আয়োজনের জন্য বিএসপিএকে ধন্যবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ইভেন্টের খেলোয়াড়দের সাথে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।’

দর্শক, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা। মিরাজ ও জাতীয় দলের পেসার নাহিদ রানাকে পেছনে ফেলে সেরা হয়েছেন ঋতু।

ভুটান লীগে খেলতে যাওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় যোগ দেন ঋতু পর্ণা। নিজের উচ্ছ্বাস জানান তিনি, ‘আমাকে সম্মানিত করায় বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ। ভুটানে খেলার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। মিস করছি। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।’

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘প্রথমেই বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এমন একটা আয়োজনের জন্য। এটা সবার মধ্যে স্বপ্নের ও আশার সঞ্চার করবে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা ক্রীড়াক্ষেত্রের পুনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার জন্য।’

গেস্ট অব অনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, বিএসপিএ’র সাথে আমরা ১২ বছর যাবত আছি। তারা যতদিন চাইবে, ততদিন আমরা বিএসপিএ’র সাথে থাকব। জেলা পর্যায়ে খেলাধুলা ঝিমিয়ে গেছে, এখানে উপদেষ্টা আছেন তার কাছে আমার অনুরোধ- তিনি জেলার খেলাধুলার দিকে দৃষ্টি দিবেন।’

দেশের ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে দেশ সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে।