বাংলা নববর্ষ উপলক্ষে এবারে এটিভি ইউএসএ-তে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। তানভীর তারেক-এর গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সাংবাদিক সাদিয়া খন্দকার।
নিউ ইয়র্কের এটিভি ইউএসএ স্টুডিওতে সম্প্রতি অনুষ্ঠানটি ধারণ করা হয়।
অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘‘এবারের বাংলা নববর্ষ যুক্তরাষ্ট্র নিবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কারণ এবছর আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদযাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউ ইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এই খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।’’
অনুষ্ঠানে অণিমা রায়ের কণ্ঠে দুটি গান, শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পহেলা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তি শোনাবেন।
প্রবাসে বৈশাখ উদযাপনের গল্পে নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন দেশের চেয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদযাপন হয়। মাসজুড়ে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’
‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হবে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউ ইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরবর্তীতে এটিভি ইউএসএ-র সকল ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হবে।