শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

হার্ডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট ও শিশুসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের হার্ডসন নদীতে ভ্রমনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট, ৩ শিশুসহ স্পেনের দম্পতি নিহত হয়েছে । স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে নিউ ইয়র্কের ম্যানহাটন হার্ডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, ৩ শিশু-সন্তানসহ স্পেন থেকে বেড়াতে আসা দম্পতি বিকেল ৩টায় হেলিকপ্টারে স্ট্যটু অব লিবার্টি ও জর্জ ওয়াশিংটন ব্রিজ দেখতে যায়। ফেরার পথে প্রচন্ড বাতাস ও ঘন কুয়াশায় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডসন নদীতে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ৬ জনেরই মৃত্যু হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল ২০৬ মডেলের। এটি নিউ ইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটন এলাকা থেকে উড্ডয়ন করেছিল। হেলিকপ্টারটি ‘মেরিডিয়ান হেলিকপ্টার্স’ নামক লুইজিয়ানাভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন বলে একটি সূত্র জানিয়েছে।

ফ্লাইট রুট বিশ্লেষণে জানা গেছে, উড্ডয়নের পর হেলিকপ্টারটি গভর্নরস আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হার্ডসন নদীর পশ্চিম পাড় ধরে উড়ে যায়। জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে আবার ফিরে আসার পথে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয়।

২০০৪ সালে নির্মিত যাত্রীবাহী হেলিকপ্টারটি ২০১৬ সালে এভিয়েশন কর্তৃপক্ষ সর্বশেষ ইন্সপেকশন করে ২০২৯ পর্যন্ত ফিট সার্টিফিকেট প্রদান করে। দুর্ঘটনাস্থলে সিভিল এভিয়েশন ও নিউ ইয়র্ক পুলিশ উদ্ধার ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে ২০১৬ সালে ২৮ মে নিউ ইয়র্কের হার্ডসন নদীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছিলো। তারও আগে ২০০৯ সালের ১৫ জানুয়ারি এই হার্ডসন নদীতে ১৫০ যাত্রী নিয়ে ইউএস এয়ার ওয়াজের একটি বিমান জরুরি অবতরণ করে। সেসময় পাইলট ক্রুসহ সকল যাত্রীদের জীবিত উদ্ধার হয়েছিলো।