শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

আসছে মোশাররফ করিমের নতুন ছবি ‘কুরবাবু’ ও ‘বিলডাকিনি’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

‘চক্কর’-এর সফলতার মধ্যে মোশাররফ করিমের নতুন ছবির খবর পাওয়া গেল।

সরকারি অনুদানের এ সিনেমাটির নাম ‘কুরবাবু’। পরিচালনা করেছেন নূর ইমরান।

শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এ ছবিটি। এতে ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

নূর ইমরান বলেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের সিনেমার শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা শুটিং শুরু করেছিলাম। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

এদিকে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বাংলা নববর্ষে। এই সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

এ সিনেমার চিত্রনাট্য কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে রচিত হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির গল্প মূলত নারীমুক্তি ও মাতৃত্বের স্বাধীনতার। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের ছায়া দেখানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সামাজিক-রাজনৈতিক দ্বন্দ্ব উঠে এসেছে এই গল্পে।