শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জেমস প্যামেন্টকে টাইগারদের কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।

প্যামেন্ট সবশেষ ৭ বছর ধরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৫৬ বছর বয়সী এই কোচের জন্ম ইংল্যান্ডে হলেও বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। পেশাদার ক্রিকেটও খেলেছেন অকল্যান্ডের হয়েই।

চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন প্যামেন্ট।

নিয়োগের পরে প্যামেন্ট বলেন, ‘বাংলাদেশের মতো একটি দারুণ প্রতিভাবান দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বাসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সাথে দেখা করতে মুখিয়ে আছি।’