শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

সোমবার রাতে ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিতের কথা জানান।

এর আগে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম রনি জানান, গাজা ও রাফায় ধ্বংসযজ্ঞে সংহতি প্রকাশ করে এক দিন পিছিয়ে ১২ এপ্রিল কনসার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাত ১০টার দিকে স্থগিতের কথা জানান রনি।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল রাতে এক বিবৃতিতে গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।

তারা বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইসরাইলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।