শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

মায়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে বিপর্যস্ত দেশটিকে সাহায্য করতে বিশ্বকে নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার মায়ানমারের জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ মার্চের ভূমিকম্পে দেশজুড়ে অনেক ভবন ভেঙে পড়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। এর ফলে ৩ হাজার ৩৫৪ জন নিহত এবং ৪ হাজার ৫০৮ জন আহত হয়েছেন। আরও ২২০ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক সপ্তাহের বেশি সময় পরেও দেশটিতে এখনো অনেক মানুষ আশ্রয়হীন। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া অথবা আরও ধসের আশঙ্কায় অনেকেই বাইরে ঘুমাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘ অনুমান করছে, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে দেশটির ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলেছে।

টম ফ্লেচার শনিবার মায়ানমারের মান্দালয় শহরে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছেন। শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি স্থানে অবস্থিত।

টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। বিশ্বকে অবশ্যই মায়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে।’

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চলছে। মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। ত্রাণসামগ্রীর সঙ্গে উদ্ধারকারী দল, জরুরি ওষুধসামগ্রীসহ চিকিৎসক দল গেছে।

এক শতাব্দীর বেশি সময়ে দক্ষিণ–পূর্ব এশিয়ার কোনো দেশে আঘাত হানা এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মায়ানমারের আশপাশের দেশগুলোতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।