সোমবার

,

২৮শে এপ্রিল, ২০২৫

ঢাকায় স্বরাষ্ট্রবিষয়ক অফিস খুলছে অস্ট্রেলিয়া হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ঢাকায় একটি নতুন হোম অ্যাফেয়ার্স অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ বৃদ্ধি এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার মোকাবেলায় যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

যারা অস্ট্রেলিয়ায় বৈধ ও নিয়মিত অভিবাসন বিবেচনা করছেন তাদের জন্য ব্যাপক ভিসা তথ্য পরিষেবার অ্যাক্সেস বৃদ্ধি করে এই অফিস সম্ভাব্য বাংলাদেশি অভিবাসীদের সহায়তা করবে।

বাংলাদেশের ঢাকায় অবস্থিত এটি অভিবাসন এবং সীমান্ত সম্পর্কিত বিষয়ে বর্ধিত সম্পৃক্ততা এবং সহযোগিতা সহজতর করার জন্য বাংলাদেশ সরকারের যোগাযোগের একটি কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে।

ভারত মহাসাগর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, ‘যেখানে আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চল চাই।’

মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন পথ প্রচারে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানায়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ প্রসঙ্গে বলেছেন, ‘আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরে এটি আমার সাথে উত্থাপিত হয়েছিল এবং আমি আনন্দিত যে আমরা এটি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে পেরেছি।