মঙ্গলবার

,

২৯শে এপ্রিল, ২০২৫

দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। তবে সময়টা জানা না গেলেও নির্ভরযোগ্য কয়েকটি সূত্র বলছে এরই মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

২০ মার্চ হাইকোর্ট থেকে সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

এদিকে ঢাকার বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি তাঁর জন্য প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে তিনি সস্ত্রীক সেখানে উঠবেন। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একা‌ধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তাঁর বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচএসে এক‌টি বাড়ি আছে। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কারকাজ চলছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারেক রহমানের দে‌শে ফেরার বিষয়ে সাংবা‌দিকদের তিনি বলেন, ‘এটি এখন সম‌য়ের ব্যাপার মাত্র।

খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন—এ প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মালেক শুক্রবার একটি গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডাম নিজে চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মা‌টিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী।