রবিবার

,

২৭শে এপ্রিল, ২০২৫

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চায় ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকাকে উপহার দেওয়া বিশ্বের অন্যতম আইকনিক প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স। রবিবার দেশটির এক আইনপ্রণেতা (এমপি) রাফায়েল গ্লাকসম্যান এ আহবান জানিয়েছেন। ফরাসি আইনপ্রণেতার দাবি, যে কারণে এটি উপহার দেওয়া হয়েছিল, সেই মূল্যবোধ আর আমেরিকা নেই।

স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য করা হয় স্ট্যাচু অব লিবার্টিকে।

ফরাসি গণমাধ্যম সূত্র জানায়, ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান দাবি তুলেছেন, আমেরিকা আর সেই মূল্যবোধ ধারণ করে না, যার প্রতীক হিসেবে এই মূর্তিটি দেওয়া হয়েছিল। রবিবার এক জনসমাবেশে রাফায়েল গ্লাকসম্যান বলেন, ‘স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফিরিয়ে দিন।

আমেরিকার কিছু মানুষ অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে। এই মূর্তি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারা তা রক্ষা করতে পারছে না।’ তাঁর দাবি, এই মূর্তি আমেরিকাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা সেই মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হচ্ছে। তাই এটি ফ্রান্সে ফিরিয়ে নেওয়া উচিত।

১৮৮৫ সালে ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি ডিজাইন করা স্ট্যাচু অব লিবার্টি আমেরিকায় পাঠানো হয়। তখন থেকে এটিকে মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে ধরা হতো।