মঙ্গলবার

,

২৯শে এপ্রিল, ২০২৫

গণতন্ত্র রক্ষায় অন্যদের সঙ্গে দ্বিমত থাকবে না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গণতন্ত্র রক্ষাসহ মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আগামী দিনে ক্ষমতায় গেলে জুলাই-আগস্ট বিপ্লবসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত সব হত্যা-নির্যাতনের বিচারের অঙ্গীকার করেন তিনি।

রবিবার রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে ‘বিএনপি আমার পরিবার’-এর উদ্যোগে গুম-খুন-হত্যা-নির্যাতনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সম্মানে দেওয়া এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্র রক্ষা, মানুষের ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায়বিচার করা—এসব মৌলিক বিষয়ে আমরা সব গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। নিশ্চয়ই এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না।’

নির্যাতিত পরিবারের সদস্যদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনারা দয়া করে হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন এসেছি, সামনের পথটুকুও পাড়ি দিতে সক্ষম হব।’

গুম ও নির্যাতনের চিত্র তুলে ধরে ইফতারে অংশ নেওয়া পরিবারগুলোর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এ ত্যাগের মূলে ছিল এদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। আমি এবং আমার ভাই (আরাফাত রহমান কোকো) আপনাদেরই (গুম ও নির্যাতিত) অংশ। সবার আত্মত্যাগেই এসেছে আজকের মুক্ত বাংলাদেশ।

‘বিএনপি আমার পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ ফ্যাসিস্ট পতন আন্দোলনে গুম-খুন-হত্যা এবং জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।

বরগুনা প্রতিনিধি জানান, আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভুক্তভোগী পরিবারকে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

রবিবার সন্ধ্যায় বরগুনার কালীবাড়ি করইতলা এলাকায় নিহতের বাড়িতে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের মোবাইল ফোনের মাধ্যমে তিনি এ কথা বলেন।

নিহত মন্টুর স্ত্রী ফোনে বলেন, ‘মেয়ে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আমার স্বামী নিহত হয়েছে।

তিনটি সন্তান নিয়ে কী করব? আমার তো নিরাপত্তা নেই।’ এমন কথার উত্তরে তারেক রহমান বলেন, ‘আমি আমার নেতাদের বলেছি, তারা আপনার ওখানে যাবে। আপনার কী কী সহযোগিতা প্রয়োজন আমাদের বলবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পাশে দাঁড়াতে। আপনি যাতে আপনার আইনের শাসন পান, ন্যায়বিচার পান সে জন্য আমার দলের যাঁরা উকিল আছেন তাঁদের আমরা সেভাবেই নির্দেশনা দেব।’

এ ছাড়া ভুক্তভোগী পরিবারকে যাতে সন্তানদের নিয়ে কষ্ট করতে না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।