শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

ঈদে আসছে জয়ার ‘জিম্মি’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জয়া আহসান বহু বছর ধরে নাটক-সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের কাছে। তবে ওয়েব সিরিজে তার কাজ করা হয়নি তেমন। আশফাক নিপুণের হাত ধরে সেটিও হয়ে গেল।

ভারতীয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আশফাক নিপুনের পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। এমনটাই জানিয়েছে হইচইয়ের পক্ষ থেকে। এবারের ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ ‘জিম্মি’ আসছে ওটিটি প্ল্যাটফর্মটিতে।

সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। যেখানে আশফাক নিপুনের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা দেখা যায়, ‘এই ঈদে কী হবে?
‘জিম্মি’ আসছে! যা বানিয়েছেন আশফাক নিপুন এবং যা মিস করা একদম চলবে না।’

আলোচিত এই সিরিজটিতে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এ টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার চরিত্রটি।

‘জিম্মি’ সিরিজে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সঙ্গে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

আশফাক নিপুন বলেন, আমি ‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’

জয়া আহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’