রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ মার্চ ফাইনালের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে টুর্নামেন্টের একমাত্র হার ছাড়া দল হিসেবে ভালো ফর্মে আছে নিউজিল্যান্ড। ফাইনালেও তা ধরে রাখতে চান ক্যাপ্টেন স্যান্টনার। তিনি বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি এবং আশা করি এটা ধরে রাখতে পারব। সবাই রোমাঞ্চিত এবং মূল লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে আছে।’

স্যান্টনার বলেন, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই ভিন্ন ধরনের হয়। আমরা এমন এক শক্তিশালী দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা দুবাইয়ে সব ম্যাচ খেলেছে এবং এখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে।’

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, আসরের একমাত্র অপরাজিত দল ভারতের বিপক্ষে ম্যাচ কিউইদের জন্য সহজ হওয়ার কথা নয়। যেখানে দলটি বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য শিরোপা জিততে চায়।

সাবেক ভারতীয় পেসার প্রবীণ কুমারের কণ্ঠে যেন ভারতীয় দলের চাওয়াটাই অনূদিত হলো, ‘আমি শুধু বলতে চাই বিরাট এবং রোহিত আরেকটি আইসিসি ট্রফি জিতে যেন অবসরে যেতে পারে।’

এখন আসল লড়াইয়ের অপেক্ষা। এরই মধ্যে ফাইনাল ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ এবং অস্ট্রেলিয়ার পল রেইফেল।

দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠে ছিলেন ইলিংওর্থ।

এরপর লাহোরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন রেইফেল। এই দু’জনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলংকার কুমার ধর্মসেনা।

শিরোপা নির্ধারণী লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।