আমেরিকার কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি নির্বাহী আদেশের কথা বিবেচনা করছেন, যা আমেরিকার শিক্ষা বিভাগ বন্ধ করে দেবে। এই পদক্ষেপটি তার নির্বাচনী প্রচারণায় দেওয়া একটি প্রতিশ্রুতি ও দীর্ঘদিন ধরে রক্ষণশীলদের ধারণ করা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করবে।
আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শিক্ষা বিভাগের কিছু কর্মসূচি বন্ধ করতে চান, আর কিছু অন্য সরকারি সংস্থার অধীনে রাখার পরিকল্পনা রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের দেখা খসড়া আদেশ অনুযায়ী, ‘আইনসম্মত সর্বোচ্চ সীমার ভিত্তিতে’ ট্রাম্প তার নিযুক্ত শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা বিভাগ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে’ নির্দেশ দেবেন। তবে শিক্ষা বিভাগ সম্পূর্ণ বিলুপ্ত করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিভাগটি সরকারি স্কুলের জন্য তহবিল পরিচালনা করে, শিক্ষার্থীদের ঋণ প্রদান করে এবং নিম্নআয়ের শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা এতদিন এই সংস্থাটির বিরুদ্ধে ‘তরুণদের অনুপযুক্ত জাতিগত, যৌন ও রাজনৈতিক উপাদান শেখানোর’ অভিযোগ এনেছেন।
২০২৪ অর্থবছরে শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ছিল ২৩৮ বিলিয়ন ডলার, যা মোট কেন্দ্রীয় বাজেটের ২ শতাংশেরও কম। এই সংস্থাটিতে প্রায় চার হাজার ৪০০ কর্মী রয়েছে, যা মন্ত্রিসভা স্তরের সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে ছোট।
আমেরিকার স্কুলগুলোর জন্য বেশির ভাগ সরকারি তহবিল অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার সরবরাহ করে। ২০২৪ সালে এডুকেশন ডাটা ইনিশিয়েটিভ অনুমান করেছে, আমেরিকা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মোট ৮৫৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা শিক্ষার্থী প্রতি ১৭ হাজার ২৮০ ডলারের সমতুল্য।
ট্রাম্প এককভাবে শিক্ষা বিভাগ বন্ধ করতে পারবেন না। এতে শুধু কংগ্রেসের অনুমোদন হলেই হবে না, বরং আমেরিকার সিনেটে সুপারমেজরিটি (১০০ জনের মধ্যে ৬০ জন সিনেটরের সমর্থন) প্রয়োজন হতে পারে।
সিনেটে বর্তমানে রিপাবলিকানদের ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে তাদের অন্তত সাতজন ডেমোক্র্যাট সিনেটরের সমর্থন প্রয়োজন, যা রাজনৈতিকভাবে দুরূহ। এমনকি হউস অব রিপ্রেজেন্টেটিভসেও ট্রাম্পের পক্ষে প্রয়োজনীয় সমর্থন পাওয়া কঠিন হতে পারে।
গত বছর একটি বিলের সংশোধনী হিসেবে শিক্ষা বিভাগ বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপিত হয়েছিল। তবে সেটি ব্যর্থ হয়। কারণ ৬০ জন রিপাবলিকান সব ডেমোক্র্যাটের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন।
এদিকে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্যান্য সরকারি বিভাগ সংকুচিত করার উদ্যোগ নিয়েছেন, যদিও এসব উদ্যোগের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া ট্রাম্পের খসড়া আদেশে বলা হয়েছে, শিক্ষা বিভাগ পুরোপুরি বিলুপ্ত করার ক্ষমতা শুধু কংগ্রেসের রয়েছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে সংস্থাটিকে নিজেকে তার কার্যক্রম ধাপে ধাপে বন্ধ করার নির্দেশ দেওয়া যেতে পারে।