শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা প্রদান বন্ধ করল আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। এর ফলে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য রুশ বাহিনীকে লক্ষ্যবস্তু বানানো আরও কঠিন হবে। সংশ্লিষ্ট চারজন কর্মকর্তা ফক্স বিজনেস এ তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কিকে চাপ দিতে
সোমবার ট্রাম্প প্রশাসন ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

ইউক্রেনের জন্য আমেরিকার গোয়েন্দা সহায়তা রুশ সামরিক লক্ষ্য শনাক্তকরণ ও হামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল।

সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ ফক্স বিজনেসকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চেয়েছিলেন, জেলেনস্কি কি সত্যিই শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ? তাই তিনি বললেন, চলুন কিছুদিন অপেক্ষা করি।’

তবে তিনি আশা প্রকাশ করেন যে এই সহায়তা পুনরায় চালু হতে পারে। র‌্যাটক্লিফ আরও বলেন, ‘আমি চাই কিছুটা সময় নেওয়া হোক। এরপর আমরা জেলেনস্কির প্রতিক্রিয়া দেখেছি। সামরিক ও গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তবে এটি সম্ভবত আবার চালু হবে।’

আমেরিকা তার মিত্রদেরও ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করতে নিষেধ করেছে। তবে দুই কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের অভ্যন্তরে তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে এমন কয়েকটি পক্ষ হয়তো কিয়েভকে প্রাসঙ্গিক গোয়েন্দা তথ্য সরবরাহ করতে পারে। তবে এতে তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য—যেমন রুশ বাহিনীর চলমান গতিবিধি লক্ষ্য করে নিখুঁত হামলার জন্য প্রয়োজনীয় তথ্য—অন্তর্ভুক্ত নাও থাকতে পারে।

ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। যদিও সাম্প্রতিক কিছু ইঙ্গিত সম্পর্ক উন্নতির আভাস দিয়েছে।

এদিকে মঙ্গলবার জেলেনস্কি দুঃখ প্রকাশ করে বলেন, ‘টেলিভিশনের সামনে ওই বৈঠক ছিল দুর্ভাগ্যজনক। ইউক্রেন দ্রুত আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।’

সেদিনই এক চিঠিতে তিনি উল্লেখ করেন যে, ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে লাভবান হওয়ার অধিকার আমেরিকাকে প্রদান করে এমন একটি চুক্তিতে তিনি যেকোনো সময় স্বাক্ষর করতে প্রস্তুত।

মঙ্গলবার রাতে কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি জেলেনস্কির বক্তব্যকে সাধুবাদ জানাই।’ অথচ এর আগে তিনি জেলেনস্কিকে ‘একজন স্বৈরশাসক’ বলে উল্লেখ করেছিলেন।

বুধবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও ইঙ্গিত দেন যে, ইউক্রেনের জন্য সামরিক সহায়তা পুনরায় শুরু হতে পারে।

তিনি ফক্স নিউজকে বলেন, ‘যদি আমরা আলোচনার এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আত্মবিশ্বাস তৈরির কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প এই স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে পুনর্বিবেচনা করবেন।’