ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইউক্রেনকে একের পর এক চাপ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার ইউক্রেনকে অস্ত্র সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কিকে চাপ দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
তিন বছর আগে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর থেকে আমেরিকা কিয়েভে ১৮০ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা পাঠিয়েছে। আমেরিকার এই সহায়তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে অভিযোগ করেন ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ওভাল অফিসের এক বৈঠক উত্তপ্ত বাগবিতণ্ডার মধ্যে ভেস্তে যাওয়ার মাত্র কয়েক দিন পর সামরিক সহায়তা স্থগিত করার পদক্ষেপটি নিলেন ট্রাম্প।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর দিকে মনোনিবেশ করছেন এবং জেলেনস্কিকে সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ দেখতে চান।’
ওই কর্মকর্তা বলেন, ‘আমেরিকা একটি সমাধানে ভূমিকা রাখছে কি না তা নিশ্চিত করতে ইউক্রেনকে দেওয়া সহায়তা স্থগিত ও পর্যালোচনা করছে।’
ওই কর্মকর্তা আরো বলেন, যতক্ষণ না রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনায় বসার প্রতিশ্রুতি পান, ততক্ষণ ট্রাম্পের এই আদেশ কার্যকর থাকবে।
২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি গর্ব করে বলেছিলেন, তিনি এক দিনের মধ্যে লড়াই বন্ধ করতে পারেন। যুদ্ধ নিয়ে জেলেনস্কির প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেন, যুদ্ধবিরতিতে পৌঁছালে শান্তি বজায় রাখার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করা যেতে পারে। এমনকি তিনি দীর্ঘদিন ধরে পুতিনের প্রশংসাও করে আসছিলেন। সূত্র : এপি