রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

ফুলহ্যাম কিপারের বীরত্বে এফএ কাপ থেকে ম্যান ইউর বিদায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যাম কিপার বার্ন লেনোর বীরোচিত পারফরম্যান্সে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে তারা।

ইংলিশ ‘এফএ’ কাপের পঞ্চম রাউন্ড থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেড।

গত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে ফুলহ্যামের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে ম্যান ইউ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ফুলহ্যাম।

ঘরের মাঠে প্রথমার্ধে গোল হজম করে ম্যান ইউ। প্রথমার্ধের ইনজুরি সময়ে ফুলহ্যামের হয়ে গোল করেন কালভিন বাসে। ১-০ গোলে এগিয়ে ম্যাচের বিরতিতে যায় ফুলহ্যাম।

ম্যাচে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফুলহ্যামকে চেপে ধরে ম্যান ইউ। কিন্তু ম্যাচে সমতা আনতে পারছিল না তারা।

অবশেষে ৭১ মিনিটে গোল পায় ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেজের গোলে ম্যাচে সমতা পায় তারা।

ম্যাচে সমতা ফিরলেও, গোলের জন্য মরিয়া ছিল ম্যান ইউ। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ভুলে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেই লড়াইয়ে ৪-৩ গোলে জয় তুলে নেয় ফুলহ্যাম।