শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

ভয়াবহ দাবানলে পুড়ছে নর্থ ও সাউথ ক্যারোলিনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার পর নর্থ ক্যারোলিনা। হু হু করে কয়েক একর বনাঞ্চল জ্বলতে শুরু করেছে সাউথ ক্যারোলিনাতেও। দমকলকর্মীরা উত্তর ও দক্ষিণ ক্যারোলিনাজুড়ে ছড়িয়ে পড়া আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

রবিবার রাতভর সাউথ ক্যারোলিনায় কয়েক একর বনাঞ্চল জ্বলতে শুরু করে। যার জেরে আতঙ্ক ছড়ায়। দক্ষিণ ক্যারোলিনা থেকে যাতে প্রত্যেকে সরে যেতে শুরু করেন, সেই আবেদন জানানো হয় বারবার করে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত তথ্য অনুসারে, দক্ষিণ ক্যারোলিনায় ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১৭৫টিরও বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। দক্ষিণ ক্যারোলিনা বন কমিশনের মতে, হোরি কাউন্টির পর্যটন কেন্দ্রের ঠিক পশ্চিমে অবস্থিত ক্যারোলিনা ফরেস্টের কাছে একটি দাবানল ১,৬০০ একরজুড়ে বিস্তৃত ছিল। রবিবার সন্ধ্যা পর্যন্ত ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে, উত্তর ক্যারোলিনায় নতুন করে দাবানল শুরু হওয়ায় নিয়ন্ত্রণে কয়েকদিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচ এলাকার কাছে ক্যারোলিনা ফরেস্টের চারপাশে ঘন ধোঁয়ার কারণে দৃশ্যমানতার সমস্যা দেখা দেওয়ায় আবহাওয়াবিদরা দাবানলের ঝুঁকি বাড়ার বিষয়ে সতর্ক করেছেন।

সোমবার আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছিলেন যে শুষ্ক পরিস্থিতি অব্যাহত থাকায় ক্যারোলিনায় আগুনের ঝুঁকি বৃদ্ধি পাবে।

উত্তর ক্যারোলিনার আমেরিকান বন পরিষেবার জাতীয় বন বিভাগের কর্মকর্তারা ফেসবুকে একটি পোস্টে সতর্ক করে বলেছেন, “শুষ্ক জ্বালানি, সীমিত বৃষ্টিপাত এবং খুব কম আর্দ্রতার সংমিশ্রণ প্রতিকূল আগুনের আচরণের ঝুঁকি বাড়িয়ে তুলবে।”

দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

যত শিগগিরই সম্ভব স্থানীয়দের সরানোর কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। রবিবার রাতভর স্থানীয় প্রশাসনে মাইক লাগিয়ে প্রচার শুরু করে। স্থানীয়দের প্রত্যেকের বাড়িতে গিয়ে সেখান থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়।