রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

চট্টগ্রাম বন্দরে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির হার ৫.২১ শতাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার পর ব্যবসা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এর ফলে আমদানি ও রপ্তানি বেড়েছে, যার প্রভাব পড়ছে কনটেইনার হ্যান্ডলিংয়ে। এ ছাড়া বন্দরের কার্যক্রম আরো গতিশীল করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে।

আমদানি, রপ্তানি ও খালি কনটেইনারের স্থানান্তর বাড়ায় এ প্রবৃদ্ধি ঘটেছে। বন্দরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে মোট দুই লাখ ২৮ হাজার ১৮৪ টিইইউ (২০ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

এর মধ্যে এক লাখ সাত হাজার ৫৫ টিইইউ আমদানি কার্গো, আমদানীকৃত পণ্যের ১১ হাজার ৩৭০ টিইইউ খালি কনটেইনার, ৬৫ হাজার ৪৫০ টিইইউ রপ্তানি কার্গো এবং রপ্তানি পণ্যের ৪৪ হাজার ৩০৯ টিইইউ খালি কনটেইনার ছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মোট হ্যান্ডলিং হয়েছিল দুই লাখ ১৬ হাজার ৮৬৮ টিইইউ। এর মধ্যে এক লাখ তিন হাজার ৮৮৬ টিইইউ আমদানি কার্গো, পাঁচ হাজার ৮৯১ টিইইউ আমদানি করা খালি কনটেইনার, ৬১ হাজার ৯৯ টিইইউ রপ্তানি কার্গো এবং ৪৫ হাজার ৯৯২ টিইইউ রপ্তানি করা খালি কনটেইনার ছিল।

ফলে এক বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১১ হাজার ৩১৬ টিইইউ বা ৫.২১ শতাংশ।

এ সময়ে আমদানি কার্গো হ্যান্ডলিং তিন হাজার ১৬৯ টিইইউ (৩.০৫ শতাংশ) এবং রপ্তানি কার্গো হ্যান্ডলিং চার হাজার ৩৫১ টিইইউ (৭.১২ শতাংশ) বেড়েছে। তবে চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আমদানি ও রপ্তানি পণ্যের খালি কনটেইনার হ্যান্ডলিং ১৫.৫২ শতাংশ কমেছে। বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্থিতিশীল পরিস্থিতিতে কনটেইনার হ্যান্ডলিং সাধারণত বছরে ৫-১০ শতাংশ বাড়ে। রমজানের আগে আমদানি বেড়েছে, পাশাপাশি রপ্তানিও ঊর্ধ্বমুখী রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চলতি বছরে ধারাবাহিক প্রবৃদ্ধির আশা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের সম্প্রসারিত কার্যক্রম এবং পানগাঁও কনটেইনার টার্মিনালের সক্ষমতা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এ প্রবৃদ্ধিতে সহায়ক হবে।