শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ আমেরিকা : আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চলতি বছরের হিসাবে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির তালিকা প্রকাশ করেছে আর্ন্তজাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

তালিকায় প্রথম অবস্থানে আমেরিকা। চলতি বছর ৩০.৩৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশটির অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ২.২ শতাংশ। দেশটির জনগণের মাথাপিছু আয় ৮৯.৬৮ হাজার ডলার।

দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের জিডিপির পরিমাণ ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির নাগরিকদের মাথাপিছু আয় ১৩.৮৭ হাজার ডলার। অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ৪.৫ শতাংশ।

এ তালিকার তৃতীয় স্থানে জার্মানি। দেশটির প্রবৃদ্ধির হার হবে ০.৮ শতাংশ; জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলারের।
মাথাপিছু আয় ৫৭.৯১ হাজার ডলার।

তালিকার চতুর্থ স্থানে থাকা জাপানের প্রবৃদ্ধির হার হবে ১.১ শতাংশ। দেশটির জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৩৫.৬১ হাজার ডলার।

পঞ্চম শীর্ষ অর্থনীতির দেশ হিসাবে তালিকায় রয়েছে ভারত। দেশটির জিডিপি ৪.২৭ ট্রিলিয়ন ডলারের। অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। দেশটির জনগণের মাথাপিছু আয় গড়ে ২. ৯৪ হাজার ডলার।

শীর্ষ ১০ অর্থনীতির বাকি পাঁচ দেশ হলো যুক্তরাজ্য (৩.৭৩ ট্রিলিয়ন ডলার), ফ্রান্স (৩.২৮ ট্রিলিয়ন ডলার), ইতালি (২.৪৬ ট্রিলিয়ন ডলার), কানাডা (২.৩৩ ট্রিলিয়ন ডলার) ও ব্রাজিল (২.৩৩ ট্রিলিয়ন ডলার)।

একটি দেশের বার্ষিক উৎপাদিত এবং বাজারে বিক্রি হওয়া সব পণ্য ও পরিষেবার বাজারে সামষ্টিক মূল্যই হলো জিডিপি। একটি দেশের অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী জিডিপি দিয়ে তা পরিমাপ করা হয়। দেশটির মানুষ কী পরিমাণ অর্থ ব্যয় করে পণ্য ও সেবা কিনছে, বিনিয়োগ করছে, সরকারি ব্যয় ও রপ্তানির মোট মূল্য সব কিছু পরিমাপ করা হয় জিডিপি দিয়ে।