সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটি ঘোষণা করেছে, রমজান মাসের চাঁদ দেখা গেছে। প্রথম রমজান হবে শনিবার।
নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানানোর পর দেশটির বেশ কিছু স্থান থেকে চাঁদ দেখার তথ্য থেকে চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিলো।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি রয়েছে। ইতোমধ্যে আরও কিছু দেশ রমজানের তারিখ ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১ মার্চ থেকে রোজা শুরু হবে।
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, দেশটির মুসলমানরা ১ মার্চ থেকে পবিত্র মাস শুরু করবে।
এছাড়া ওমানের প্রধান কমিটির সালতানাত ঘোষণা করেছে, রমজানের চাঁদ দেখা গেছে। ১ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।
রমজান ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। বিশ্বের জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মুসলমানদের জন্য এই মাসটি সংযম, ধর্মীয় প্রতিফলন, বর্ধিত প্রার্থনা, দান এবং সম্প্রদায়ের জন্য একটি বিশেষ সময়। সবচেয়ে পবিত্র এ মাসজুড়ে তারা ভোর থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ে সমস্ত ধরণের খাদ্য ও পানীয় থেকে বিরত থাকেন।
রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। অন্য স্তম্ভগুলো হলো ঈমানের ঘোষণা, নামাজ, যাকাত এবং হজে যাওয়া।