রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

প্রাণনাশের হুমকির কথা জানালেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইলন মাস্ক জানিয়েছেন, তার কাজের জন্য এখন অনেক মৃত্যুর হুমকি পাচ্ছেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ধনকুবের ইলন মাস্ক মধ্যমণি হয়েছিলেন। বুধবারের বৈঠকে তিনি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ইলন মাস্ক বলেন, ‘প্রাণনাশের অনেক হুমকি পাচ্ছি, সমালোচনারও মুখোমুখি হচ্ছি। চাইলে আমি এগুলো একসঙ্গে জড়ো করতে পারি। কিন্তু যা করছি, তা না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তাই আমাদের এটা করতেই হবে।’

আমেরিকার মহাকাশ প্রযুক্তি কম্পানি স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। প্রেসিডেন্টের আদেশে তিনিই সরকারি ব্যয় ও অপচয় কমানোর উদ্দেশ্যে বানানো ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) কার্যক্রম দেখভাল করছেন।