শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

মেজরিটি-মাইনোরিটি মানি না, সবাই দেশের গর্বিত নাগরিক : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এ দেশে মেজরিটি-মাইনোটিরি মানি না, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই দেশের গর্বিত নাগরিক।’

বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘তবে কেউ যেন খোঁচাখুঁচি বা সুড়সুড়ি না দেয়। আমরা এটি ঘৃণা করি। আমরা নাগরিকদের কোন ভাগবাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করা পক্ষে নই।

কেউ এমন করলে ওই সম্প্রদায়ের মানুষের উচিত তাকে থামিয়ে দেওয়া। বিশেষ করে মুসলমান ভাইদের বলব, অন্য ধর্মের মানুষদের কষ্ট দেবেন না। যারা এ দেশকে মেজরিটি-মাইনোরিটি করে রেখেছিলেন তারাই মাইনোরিটিদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’

১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত মাইনোরিটিদের যত ক্ষতি হয়েছে সেসব ঘটনার শ্বেতপত্র প্রকাশ করতে বর্তমান সরকারপ্রধান ও জাতিসংঘকে আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারতসহ দুনিয়ার সব দেশ আমরা সবাই বিশ্বসভার সদস্য। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীদের কষ্ট দিতে চাই না। আমাদের প্রতিবেশীও যেন আমাদের ওপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য অপমানকর।
যদি এমন কিছু তারা করেন তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরা সেদিন কারো চোখের দিকে তাকাব না।’

তিনি বলেন, যেসব এলাকা এর আগে বঞ্চিত হয়েছে সরকারে গেলে তারা তাদের পাওয়া আগে পাবে। অন্য এলাকায় বঞ্চিত হবে না। তারাও তাদের ন্যায্য হিস্যা পাবে। আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমরা দেশকে গডফাদারের বাংলাদেশ দেখতে চাই না, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না।
ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না।