ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। রবিবার ছিল রাজীব ও মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের বহু তারকা উপস্থিত ছিলেন। অতপর প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ে সারলেন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
সোমবার ঢাকা শহরের কাছাকাছি এক রিসোর্টে বসে ছিল বিয়ের আসর। তাঁদের এই সুন্দর মুহূর্তের ছবি অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
ছবিতে দেখা গিয়েছে বিয়ের দিনে মেহজাবিনের পরনে ছিল সাদা রঙের পুতি ও স্যিকুয়েসের কাজ করা সাদা লেহেঙ্গা। পোশাকের সঙ্গেই মানানসই মুক্তো ও হীর বসানো সোনার গয়নায় সেজে উঠেছিলেন নায়িকা। অন্যদিকে, আদনান পরেছিলেন সোনার বোতাম দেওয়া চকোলেট রঙের শেরওয়ানি।
বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী তাঁর প্রেমের কাহিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। নায়িকা লিখেছেন, ‘৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির একটি ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন যে বাড়িতে শ্যুটিং হচ্ছিল তার বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম। তখন তিনি রাস্তা থেকে আমার দিকে তাকিয়ে হাত নেড়েছিলেন।’
নায়িকা আরও বলেন, ‘আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম। তারপর হাত মিলিয়ে ছিলাম। তবে সেদিন তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে মনে অনুভব করেছিলাম যে, আমার মনের একটা টুকরো ও ওঁর সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে।’
নায়িকার কথায়, ‘তারপর দেখতে দেখতে ১৩ টা বছর। আমরা একসঙ্গে বড় হলাম, একে অন্যের প্রতিটা সাফল্য সাক্ষী রইলাম, উদযাপন করলাম, প্রতিটা বাধা পার করলাম একসঙ্গে। শোনা যায় সাত বছরের বন্ধুত্ব নাকি সারাজীবনের হয়, আমরা তো প্রায় তার দ্বিগুণ সময় কাটিয়ে ফেললাম।’
আংটি বদল প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘তারপর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আমরা জীবনভরের জন্য আমাদের সম্পর্ককে বেঁধে ফেলেছি। একে অপরকে হাত শক্ত করে ধরে সারাজীবন চলার প্রতিশ্রুতি দিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। এই নতুন অধ্যায় শুরু করার সময়, আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করি, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন সুখে একসঙ্গে কাটে।’