রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

জার্মানির নির্বাচনে ফ্রিডরিখ মের্জের দল জয়ী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন দল। তবে তারা প্রত্যাশিত ৩০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি।

সোমবার ভোর রাতেই ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যায়। রাতেই শুরু হয় দলগুলোর বিজয় উদযাপন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মের্জের রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল (সিডিইউ ও সিএসইউ) ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) রেকর্ড ২০ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে। এছাড়া সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। পরিবেশবাদী সবুজ দল ১১ দশমিক ৬ শতাংশ এবং বাম দল দ্যা লিঙ্কে ৮ দশমিক ৮ শতাংশে এগিয়ে রয়েছে।

মের্জের দল সিডিউ এবং তার শরিক দল ২৮ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে—যা এই নির্বাচনে সর্বোচ্চ। এখন তাদের একাধিক দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করতে হবে।

ভোটের ফলাফল পাওয়ার পর উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে মের্জ বলেন, আজ রাতটা আমরা উদযাপন করব, আর আগামীকাল থেকেই কাজে লেগে যাব। তিনি আরও বলেন, আমি জানি, সামনে আমাদের বড় দায়িত্ব অপেক্ষা করছে।

এএফডি-এর চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল সমর্থকদের সঙ্গে বিজয় মিছিল করেন। তবে তার দল আরও ভালো ফলাফল আশা করেছিল।

গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।