‘চক্রান্ত-ষড়যন্ত্র’ করে জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সোমবার ঢাকা জেলার ধামরাইয়ে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই দলটিকে নিয়ে ভিত্তিহীন ও মুখরোচক সমালোচনা করার একটাই কারণ, সেটি হচ্ছে বিএনপির কর্মীরা যাতে উত্তেজিত হয় এবং এর ফলশ্রুতিতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু হয়েছে। বলা হচ্ছে বিএনপি কিছুই করেনি। অথচ ফ্যাসিবাদের পতনের ভিত্তি গড়েছে বিএনপি। বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। বিএনপিকে ঠেকাতে চাইছেন, কিন্তু বিএনপিকে ঠেকানো যাবে না। শেখ হাসিনা-মঈনউদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করতে নানাভাবে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি । কেউ পারবেও না।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কখনো আপস করেননি। বিএনপিকে ভাঙতে বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি।’
বিএনপি মহাসচিব বলেন,‘কিছু কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আর আমরা মনে করি জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে স্থানীয় নির্বাচনে সহিংসতা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন, নিপীড়ন গেছে তা পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দলের ওপর এত অত্যাচার-নির্যাতন চলছে বলে জানা নেই। নেতাকর্মীদের তুলে নিয়ে গুম-হত্যা করেছে। এমনকি থানায় নিয়ে গুলি করে হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে। বাসায় কেউ থাকতে পারেনি। কোনো বিচারের ব্যবস্থা হয়নি।’
ছাত্র-জনতার আন্দোলনে গণবিস্ফোরণের মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশাবাদী ড. ইউনূসের সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তিনি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব আরোপ করেন।
নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এসবের জবাব দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, তাদের কাতারে চলে যান।’