আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, ‘আমি এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনস্ট্রাকশন দিয়েছি। আগামীকাল (সোমবার) থেকে তারা টহল কার্যক্রম বৃদ্ধি করবে। কোথাও কিছু যেন না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে।’ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এতে কোনও গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনও আশঙ্কা নেই।’