রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখলো রোহিত শর্মার দল। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত। টানা দুই হারে বিদায়ের শঙ্কায় পড়ে গেল পাকিস্তান।

এদিন পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি।

২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে কোহলির রান এখন ১৪০৮৫ রান।

টেন্ডুলকার ও সাঙ্গাকারার ক্লাবে নাম লেখাতে গিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন কোহলি। ওয়ানডেতে দ্রুত ১৪ হাজার রানের মালিক হন তিনি।

টস জিতে আগে ব্যাটিং করতে নামে পাকিস্তান। সাবধানী শুরুর পরও সৌদ শাকিল, রিজওয়ান ও খুশদিল শাহর ব্যাটে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান তোলে পাকিস্তান, দুই বল বাকি থাকতে অলআউট হয় তারা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন সৌদ। দলের বিপর্যয়ের সময় হাল ধরে ৭৬ বলে ৫টি চারে নিজের ইনিংসটি সাজান তিনি। বাবর আজম করেন ২৩ রান। অধিনায়ক রিজওয়ান চাপ সামলে ৭৭ বলে ৪৬ রান করেন। দুই ছক্কায় ৩৯ বলে ৩৮ রান করেন খুশদিল। সালমান আগা ১৯ ও নাসিম শাহ ১৪ রান করেন।

জবাবে কোহলির সেঞ্চুরি ও শ্রেয়ার আইয়ারের সেঞ্চুরিতে ৪২.৩ ওভারে (৪৫ বল হাতে রেখে) জয় তুলে নেয় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছয়বারের সাক্ষাতে ভারত-পাকিস্তান দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে।

লক্ষ্য তাড়ায় ভারতকে সবচেয়ে বেশি সময় ধরে পথ দেখান কোহলি। পঞ্চম ওভারে উইকেটে গিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১১ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এই ম্যাচসেরা।

ব্যাট হাতে নেতার মতো খেলা কোহলি দুটি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৫৮ ক্যাচ এখন তার, ছাড়িয়ে গেছেন ১৫৬ ক্যাচ নেওয়া মোহাম্মদ আজহারউদ্দিনকে। পাকিস্তানকে অল্প রানে বাধতে নেতৃত্ব দেন কুলদীপ যাদব। বাঁহাতি এই রিস্ট স্পিনার ৯ ওভারে ৪০ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।