হিজবুল্লাহর অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত লেবানন-সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা হামলায় আহতদের সংখ্যা উল্লেখ করেনি। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, বিমান বাহিনী লেবানন-সিরিয়া সীমান্তের ক্রসিং পয়েন্টগুলোতে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের ভূখণ্ডে অস্ত্র পাচারের কাজে এই ক্রসিং পয়েন্টগুলো ব্যবহার করে আসছে।
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপটির তথ্যমতে, এই কার্যকলাপ ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
দুই মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ২৭ নভেম্বর থেকে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, রাতভর চালানো এই হামলায় লেবাননের সীমান্তবর্তী শহর ওয়াদি খালেদের কাছে একটি ’অবৈধ ক্রসিং’ ’পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে, সিরিয়া থেকে লেবাননের দিকে পাচারকারীদের যানবাহনের একটি বহর পর্যবেক্ষণ করার পর এই হামলা চালানো হয়। যার সিরিয়ার অভ্যন্তরে একটি সূত্রের নেটওয়ার্ক রয়েছে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।