রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

স্থগিত করা হয়েছে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট। বৃহস্পতিবার রাতে আয়োজকরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয়েছিল কনসার্টটি।

তবে হঠাৎ করেই কেন একদিন আগে আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।