শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

৭-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের নকআউটে পিএসজি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রথম লেগ ৩-০ গোলে এগিয়ে থাকায় পিএসজির শেষ ষোলো একপ্রকার নিশ্চিত ছিল, তবুও দ্বিতীয় লেগে ব্রেস্তকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাবটি।

প্যারিসের পার্ক দে প্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচে বুধবার রাতে ব্রেস্তকে ৭-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। এতে করে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলের মাধ্যমে নকআউট নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।

এদিন ম্যাচের ২০তম মিনিটে গোল করে পিএসজিকে প্রথম এগিয়ে নেন ব্রাদলে বারকোলা। এরপর দ্বিতীয় গোল আসে ৩৯ মিনিটে। পিএসজির জার্সিতে প্রথম গোল করেন খিচা কেভারাত্সখেলিয়া (কেভারা)।

দুই গোলে প্রথমার্ধ শেষ করলেও বিরতি থেকে ফিরে ব্রেস্তকে আরও পাঁচটি গোল দেয় পিএসজি। ম্যাচের ৫৯, ৬৪, ৬৯, ৭৬ ও ৮৬তম মিনিটে ধারাবাহিকভাবে গোলগুলো করেন যথাক্রমে ভিতিনিয়া, দেজিরে দুয়ে, নুনো মেন্দেস, গন্সালো রামোস ও সেনি মাইয়ুলু।

৭-০ গোলের এ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বিরল এক রেকর্ড গড়েছে পিএসজি। সাতটি গোলই এসেছে দলের সাত খেলোয়াড়ের পা থেকে।

এরই মধ্যে নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ১৬টি দল চূড়ান্ত হয়েছে।

সরাসরি সুযোগ পেয়েছে: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।

প্লে অফ খেলে: রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ত জার্মেই, ক্লাব ব্রুজ, পিএসভি আইন্দহোভেন, ফেইনুর্দ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা।