রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

৩২ বছরের রেকর্ড ভাঙলেন নাজিমুল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের ৩২ বছরের রেকর্ড ভেঙে সবাইকে চমকে দিয়েছেন নাজিমুল হোসেন রনি। দ্বিতীয় দিন মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ৪০০ মিটার হার্ডলসে চমক দেখিয়েছেন সেনাবাহিনীর এই হার্ডলার। রেকর্ড ভাঙতে নাজিমুল সময় নিয়েছেন ৫০.৮৪ সেকেন্ড।

১৯৯৩ সালে গড়া রেকর্ডটি ছিল আবদুল রহিম নঈমের দখলে। তিনি সময় নিয়েছিলেন ৫১.৮৭ সেকেন্ড।

উচ্ছ্বসিত নাজিমুল বলেছেন, ‘খুব খুশি লাগছে। আমার কোচ এবং সতীর্থরা বলতেন এই রেকর্ডটা আমাকে দিয়েই ভাঙা সম্ভব। অবশেষে সেটি করতে পেরেছি।’ এখন এসএ গেমসে পদক পাওয়ার আশায় নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করতে চান ২৬ বছর বয়সী এই স্প্রিন্টার।